ভূমি অফিস প্রাঙ্গনে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম

স্মার্ট ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীতে সপ্তাহব্যাপী ভূমি সেবা শুরু হয়েছে। শনিবার (৮ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহিদুল ইসলাম সোহাগসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, বর্তমান সরকার স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি গঠনকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। সেজন্য স্মার্ট ভূমিসেবা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই জনগণকে উন্নত এবং স্মার্ট সেবা প্রদান করতে ভূমি মন্ত্রনালয়ের নির্দেশে এই আয়োজন করা হয়েছে। বিগত সময়ের চেয়ে ভূমি সেবা বহুগুণে আধুনিক হয়েছে। ফলে সাধারণ মানুষকে ভূমি সেবা পেতে এখন আর বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। সপ্তাহব্যাপী এই সেবা সপ্তাহে আরো বেশি উন্নত সেবার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *