আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে মদের দোকান চালু হতে যাচ্ছে। রিয়াদের কুটনৈতিক পাড়ায় দূতাবাস ও কনসুলেট কার্যালয়ের আশেপাশে খোলা হচ্ছে এ পানশালা।
পানশালাটি শুধুমাত্র অমুসলিম কর্মকর্তাদের নিকট অ্যালকোহল বিক্রি করতে পারবে। মদ কেনার আগে ক্রেতাকে ডিপল্যু মোবাইল অ্যাপের মাধ্যমে লগইন করতে হবে এবং সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় হতে মদ ক্রয়ের ছাড়পত্র নাম্বার সংগ্রহ করতে হবে। তাছাড়াও ক্রেতাকে তার মাসিক ক্রয়সীমার মধ্যে সীমাবদ্ধ থেকে মদ ক্রয় করতে পারবে। সৌদি আরব তাদের ট্যুরিজম ব্যবসার প্রসারের জন্য এ ধরনের পদক্ষেপ গ্রহণ করছে ।
কুটনৈতিকগন ২১ বছরের নিচে কোন অতিথি এবং কোন মোবাইল ফোন সাথে নিয়ে বারে প্রবেশ করতে পারবে না।মোবাইল ফোনটি নির্ধারিত কাউন্টারে জমা দিতে হবে।