নরসিংদীর পলাশে অনুমোদন বিহীন জব্দকৃত ভেজাল সার ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পলাশ উপজেলা চত্বরে এসব ভেজাল সার ধ্বংস করে উপজেলা কৃষি বিভাগ।
পলাশ উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা গেছে, পলাশ উপজেলার সেকান্দরদী বাজার এলাকায় কাজল মিয়া নামে এক প্রতারক দীর্ঘদিন যাবত এম কে এগ্রো প্রডাক্স নাম ব্যবহার করে ভেজাল লাঙ্গল মার্কা দস্তা সারসহ কয়েকটি সার জাতীয় উপকরণ বাজারে বিক্রি করে আসছে।
এই খবরে গত ২৪ ফেব্রুয়ারী পলাশ উপজেলা সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলিভিয়া স্নিগ্ধার নেতৃত্বে পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়োশা আক্তারসহ অভিযান চালিয়ে কয়েক প্রকারের বেশকিছু ভেজাল সার জব্ধ করেন।
এসময় কারথানার মালিক কাজল ও তার কর্মচারীরা পালিয়ে যায়। এঅবস্থায় কারখানার সকল মালামাল জব্দ করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়। অবশেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে পলাশ উপজেলা কৃষি কর্মকতা আয়েশা আক্তারের নেতৃত্ব এসব ভেজাল সার গাড়িতে করে উপজেলা নিয়ে তা ধ্বংস করা হয়।