নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। শনিবার বিকালে নরসিংদীর চিনিশপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্কুলছাত্র তাহমিদ ভুইয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে এ দাবির কথা বলেন খোকন।

তিনি আরও বলেন, এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার আর নেই। তারা গণহত্যাকারী, তাদের বিরুদ্ধে এদেশের লক্ষ কোটি জনগণ। তারা আত্মগোপন করেছে, আত্মগোপন করেও তারা বাঁচতে পারবে না। বর্তমান অন্তবর্তীকালীন সরকার তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন এ বিশ্বাস আমাদের আছে। যত দ্রত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের আহবানও জানান তিনি।

This image has an empty alt attribute; its file name is nodi-bangla-300x250-2.png
নদী বাংলা
011-1549×2048
363368436_141139085679773_1563588500978520913_n
354855237_3476818889199283_7628006365365579504_n
previous arrow
next arrow

খায়রুল কবির খোকন নিহত স্কুলছাত্র তাহমিদ ভুইয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারকে আর্থিক সহায়তা দেন।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন,শহর যুবদল নেতা সুমন চৌধুরী,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন জাপ্পি, ছাত্রদল নেতা আব্দুর রউফ ফকির রনি, তানজিল খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *