সন্দেশ প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের ন্যায় নরসিংদীতেও মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নরসিংদীর ৫ টি নির্বাচনী আসন এলাকাকে নরসিংদী, রায়পুরা এবং মনোহরদীর তিনটি  ক্যাম্পের মাধ্যমে নিয়ন্ত্রণ করার পরিকল্পনার কথা জানানো হয়েছে বিজিব’র পক্ষ থেকে।

লে. কর্ণেল রাব্বানী জানিয়েছেন, আসন্ন সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে নরসিংদী জেলায় মোতায়েন হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নরসিংদীর জনসংখ্যা এবং সার্বিক দিক বিবেচনায় ১২ প্লাটুন বিজিবি পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

এদিকে মোতায়েনের পর শুক্রবার বিকাল হতে জেলা শহরসহ বিভিন্ন সড়ক মহাসড়কে টহল দিতে দেখা গেছে বিজিবিকে।

By Shibli

good journalist

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *